শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি || ভোজ্য তেলে ভেজাল অস্বাস্থ্যকর পরিবেশসহ নানাবিধ অপরাধে পাইকগাছার কপিলমুনি বাজারের ৩ তেলের মিলে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার বেলা ১২ টার দিকে খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব কপিলমুনিতে এ অভিযান পরিচালনা করেন।ভোজ্য তেলে ভেজাল অস্বাস্থ্যকর পরিবেশসহ নানাবিধ অপরাধে স্থানীয় বিনোদ অয়েল মিলকে ৬০ হাজার,উৎসব অয়েল মিলকে ৫০ হাজার ও দত্ত অয়েল মিলকে ১০ হাজার টাকা সর্ব মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে সহযোগিতা করেন পাইকগাছা ও কপিলমুনি ফাঁড়ি পুলিশ।এ সময় সহকারী পরিচালক স্থানীয় সবজি ও মাংসের বাজার মনিটরিং সহ পণ্যের মূল্য তালিকা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে টাঙ্গানোর জন্য হ্যান্ড মাইকে মূল্যবান বক্তব্য প্রদান করেন।এ ছাড়া তিনি পণ্যে ভেজাল,ওজনে কারচুপি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে ভোক্তাদের অধিকার খর্ব না করার নির্দেশ প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।