অভয়নগর প্রতিনিধি || যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুব্রত দাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।সুব্রত দাস ধোপাদী গ্রামের পশুপতি দাসের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুব্রত দাস নিজ বাড়িতে বিদ্যুতের হোল্ডারে বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অথই সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুব্রতর মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হরষিত রায় জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।