যশোর প্রতিনিধি || যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম লক্ষ্মীপুর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন এক কেজি ৫১৫ গ্রাম, যার মূল্য এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
যশোর বিজিবি’র (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান,গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ভারত সীমান্তবর্তী লক্ষ্মীপুর গ্রামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহলরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেয়। এসময় ওই যুবক দৌঁড়ে ভারতীয় সীমানার মধ্যে পালিয়ে যান।কিন্তু দৌঁড়ে পালানোর সময় ওই যুবকের কোমরে থাকা ১৩টি স্বর্ণের বার বাংলাদেশ সীমানার মধ্যে পড়ে যায়। পরে বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।
এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।