মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া পৌরসভার সিংগা এলাকায় নিজ জমির ফসল দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে একজন চায়ের দোকানীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নূর মিয়া শেখ (৩৪) সিংগা গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাসী সূত্রে জানা গেছে,রবিবার দুপুরের পর চায়ের দোকানী নূর মিয়া শেখ নিজের চাষকৃত জমির ধান দেখার উদ্দেশে বাড়ির অদূরে জমিতে যান। এ সময় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা ও এলাকাবাসী তাকে উদ্ধার করে স্হানীয় একজন ‘ওঝার’ কাছে নিয়ে যান। ওই ওঝার চিকিৎসা শেষে নূর মিয়াকে বাড়িতে নিয়ে আসলে তিনি আবারও অসুস্হ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নূর মিয়ার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তিনি পেশায় একজন চায়ের দোকানী। লক্ষীপাশা মোল্লার মাঠের পশ্চিমে তার একটি ছোট চায়ের দোকান রয়েছে।সোমবার সকাল দশটায় লক্ষীপাশা মারকাজুল মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে লক্ষীপাশা গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।