কামরুজ্জামান টুকু,মোংলা প্রতিনিধি ||মোংলায় সড়ক দুর্ঘটনায় মো. জাকারিয়া নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা অপর পুলিশ সদস্যও আহত হয়েছেন।নিহত জাকারিয়ার বাড়ি খুলনার তেরখাদায়।
আজ বৃহস্পতিবার (০৬এপ্রিল) দুপুর দেড়টার দিকে দিগরাজ আপা বাড়ির সামনে ঘটনাটি ঘটে।আহত পুলিশ সদস্য হলেন মো. মুজাহিদ। তারা উভয় বাগেরহাট পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,দুজনই মোংলা ইপিজেড থেকে ডিউটি শেষ করে বাগেরহাট ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি দুপুর দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ আপাবাড়ি এলাকার পেট্রম্যাক্স গ্যাস ফ্যাক্টরীর সামনে পৌছালে কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে পুলিশ সদস্য মুজাহিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। অপরজন রাস্তার ওপর পড়ে থাকেন। বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন জাকারিয়াকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। খুমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।