মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || গতকাল (৭ এপ্রিল) শুক্রবার জাতীয় দৈনিক,স্থানীয় দৈনিক এবং অনলাইন পেপারে কয়রায় ইউপি চেয়ারম্যানের হাতে ভূমি অফিসের সার্ভেয়ার লাঞ্ছিতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ভাবে,সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে সার্ভেয়ারকে ব্যবহার করে আমার নামে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ,মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে যে খালকে কেন্দ্র করে আমাকে আমাকে জড়িয়ানো হয়েছে ওই খালে আমার কোন সংশ্লিষ্টতা বা আমার কোন পক্ষ নেই।আর সার্ভেয়ারকে কোন গায়ে হাত তোলার ঘটনা সত্য নয়।
প্রকৃত ঘটনা ও আমি এলাকাবাসির সাথে কথা বলে জানতে পারি আমাদী ইউনিয়নের খেওনা খালের সীমানা নির্ধারণের
সার্ভেয়ার তদন্ত করে রিপোর্ট দেন৷ একটি পক্ষ আপিল করায় জেলা প্রশাসক স্যার পুরনায় তদন্তের দায়িত্ব দেন উপজেলা প্রকৌশলীকে। তিনি গত সোমবার তদন্তে আসলে সার্ভেয়ার ও সেখানে আসেন এবং তিনি প্রকাশ্যে একটি পক্ষ নেওয়ার পর স্থানীয় লোকজনের সাথে সার্ভেয়ারের কথা কাটা কাটি হয়। উক্ত কথা কাটা কাটি কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সার্ভেয়ারকে ব্যবহার করে সার্ভেয়ারকে দিয়ে রাজনৈতিক প্রতি হিংসার কারণে আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশ করিয়েছে।
আমি উক্ত মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণেদিত অভিযোগের ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রয়োজনে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মোঃ জিয়াউর রহমান জুয়েল
(চেয়ারম্যান)
আমাদী ইউনিয়ন পরিষদ
কয়রা,খুলনা
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।