শরিফুল ইসলাম,খুলনা || খুলনা নগরীর প্রায় সব মার্কেটে ঈদের বেচাকেনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জমে উঠতে শুরু করেছে ঈদবাজার। পছন্দের জিনিসপত্র কিনতে মার্কেট থেকে মার্কেটে ছুটছে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পছন্দের ঈদের কেনাকাটা করতে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের চলছে দরদামও।
খুলনা শহরের নিক্সন মার্কেট,নিউ মার্কেট,সপিং কমপ্লেক্সে মার্কেট,গল্লামারি মার্কেট,দৌলতপুর রেল সংলগ্ন মার্কেট,এম,এ বারী সড়ক সংলগ্ন সুপার মার্কেটসহ বিভিন্ন ছোট-বড় মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও বেশির ভাগ মার্কেট ও বিপণি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়েও কেনাকাটা করতে আসছেন।
একে তো ঈদ তার উপর আবার পহেলা বৈশাখ সমাগত।সব মিলিয়ে বড় একটা কেনা বেচার চাপের মুখে ব্যবসায়ীরা।নগরীর নিক্সন মার্কেটের পাঞ্জাবি হাউসের মালিক জানান, ক্রেতা আসছে, দেখছে, পছন্দ হলে ক্রয় করছে। পুরোপুরি বেচাকেনা শুরু হয়ে গেছে। আশা করছি, সামনের দিনে আরও বিক্রি বাড়বে। ঈদ ও পহেলা বৈশাখ সামনে নিয়ে পায়জামা-পাঞ্জাবিসহ বিভিন্ন কাপড় কেনায় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে।
ডাকবাংলা ছোঁয়াবাজার মার্কেটের মালিক মিলন হোসেন জানান, করোনাকালীন তাদের বেচাকেনা একেবারে কমে গিয়েছিল। করোনা মহামারির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেননি। এবার ১২ রোজা থেকে ঈদের বেচাকেনা শুরু হয়েছে। বিক্রিও অনেক ভালো হচ্ছে। এতে করে করোনাকালে ক্ষতি পুষিয়ে নিতে পারব। সকাল থেকে রাত ৯টা পর্ষন্ত ক্রেতারা ভীড় করছে।
ক্রেতা মিটু মৃধা জানান,মেয়েদের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছি। এবার গতবারের থেকে দাম কিছুটা বেশি। তাই সাধ্যের মধ্যে দেখে-শুনে দরদাম করে কিনতে কষ্ট হচ্ছে।
ক্রেতা হাসানুজ্জামান জানান,ঈদের শেষ মুহুর্তে ভিড় এড়ানোর জন্য নিজেসহ স্ত্রী ছেলে মেয়েদের পোশাক কেনার জন্য এসেছি। গার্মেন্টসের দোকান গুলোতে বেচাকেনা জমে উঠেছে। ডিজাইনের পোশাক থাকলেও দাম একটু বেশি।
ফেরিঘাট মোড়ের নুর টেইলার্স জানান,১০ রোজা থেকে সকল প্রকার অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। কারন সময়মত ডেলিভারি দিতে না পারার সঙ্কায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।