পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া মহাশ্মশানে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে তিনটা পর্যন্ত দ্বিতীয়তম ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসাবে ধর্মজ্ঞান বিতরণ করেন, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, কেশবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি, বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। দ্বিতীয় বক্তা ছিলেন, মনিরামপুরের রাধা মদনমোহন সেবা মন্দিররের মোহন্ত গোবিন্দ দাস বাবাজি গৌতম মহারাজ। বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শ্মশানের উন্নয়নে কিছু অনুদানের আশ্বাস দেন।
বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, এই শ্মশানে দ্বিতীয়বার ভাগবত অনুষ্ঠান হচ্ছে। শ্মশান উন্নয়নে বিদ্যুতের আবেদন করেও অদ্যবধি বিদ্যুৎ পাইনাই। আমরা সরকারের কাছে দ্রুত বিদ্যুৎ-সহ সার্বিক উন্নয়নে সহযোগীতা কামনা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেশবপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নন্দদুলাল বসু, সাধারণ সম্পাদক সুকুমার সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়,মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস,কোষাধ্যক্ষ অশোক পাল,বসুন্তিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার দেবনাথ,যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু রায়,কোষাধ্যক্ষ উত্তম রায়, প্রাক্তন ব্যাংকার অমরেন্দ্র নাথ সিংহ,প্রাক্তন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডাঃ জিতেন্দ্র নাথ সিংহ,বিদ্যানন্দকাটি পূজা উদযাপন কমিটির সদস্য দেবু ঘোষ,কোমল কান্তি রায় প্রমূখ।অনুষ্ঠানে বিভিন্ন এলাকার উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যাহ্ন কালিন সেবা দেওয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।