পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার সকল ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ কার্যক্রম চলছে।৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নের প্রত্যেক পরিবারের ১০ কেজি করে ১হাজার ৭শ ১১ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন।
ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এটি নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তাঁর পক্ষ থেকেই এ চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে চাল পেয়ে উপকারভোগিরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার রায়হান আহমেদ বাপীসহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।