পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে “কৃষক বাঁচাও,দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগের গৌরব,সাফল্য ও ঐতিহ্যের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ কৃষকলীগ,কেশবপুর উপজেলা শাখার আয়োজনে কেশবপুর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বুধবার (১৯ এপ্রিল-২০২৩) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নিজ হাতে গড়া দেশের সর্ববৃহৎ কৃষক সংগঠন বাংলাদেশ কৃষকলীগের গৌরব, সাফল্য ও ঐতিহ্যের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওযামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ,এম আমির হােসান,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,সদস্য শেখর রঞ্জন দাস,মহিলা আওয়ামিলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল প্রমূখ।
অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ জামান খান,বাংলাদেশ কৃষকলীগের নেতা কর্মীবৃন্দসহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন,মাওলানা নাছির উদ্দিন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।