বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের খাঁনপুর ইউনিয়ন পরিষদের খাদ্য গুদাম থেকে ভিজিএফের ৭২০ কেজি চাল জব্দ করা হয়েছে। গত রোববার (২৩ এপ্রিল) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ এ চাল জব্দ করেন।
পরে গতকাল সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহর উপস্থিতিতে দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়,ঈদে হতদরিদ্রদের জন্য খানপুর ইউনিয়নে ৯৪৮ জনের জন্য ১০ কেজি করে ৯ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৭২ জন চাল না নেওয়ায় গুদামে ৭২০ কেজি চাল অবশিষ্ট রয়ে যায়। রোজার সময়ে চাল নিতে ইউনিয়ন পরিষদে আসলেও তাদের চাল দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।