এস.এম.শামীম দিঘলিয়া || বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ দিঘলিয়াতে কৃষকের ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিঘলিয়া ইউনিয়ন শাখা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের অনুপ্রেরনা এবং খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও যুবনেতা শেখ সোহেল ভাইয়ের আহ্ববানে আজ সোমবার (০১ মে) সকালে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় লিটন শেখ নামে এক কৃষকের ৪৫ শতাংশ জমির ধান কেটে দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। এ সময় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, যুবলীগ খুলনা জেলা শাখার সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ, সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সোহাগ সহ যুবলীগের থানা ও ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ধান কাটার সময় জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ ও সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সোহাগ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের অনুপ্রেরনায় গরিব কৃষকের পাশে দাড়াতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই কার্যক্রম আজকে দিঘলিয়াতে উদ্বোধন করা হলো যা চলমান থাকবে। জেলার মধ্যে যেকোন প্রান্তে শ্রমিকের অভাবে কেউ ধান কাটতে না পারলে ফোন করলেই যুবলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ধান কেটে, বাড়িতে নিয়ে মাড়াই করে ঘরে তুলে দিবে। শ্রমিকের অভাবে কৃষক ধান ঘরে তুলতে পারবে না তা হতে দেওয়া হবে না। যুবলীগের প্রতিটি ইউনিট মাঠে কাজ করে আবারও প্রমান করে দিবে যুবলীগ একটি মানবিক সংগঠন।
দিঘলিয়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক জলিল তালুকদার,দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান,দিঘলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম,সহ-সভাপতি শেখ রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ মোল্লা,দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম,সহ সম্পাদক সাইদুর রহমান,রুবেল সরদার,রাকিব মোড়ল,রানা মোল্লা, সদস্য এস এম হাবিবুর রহমান তারেক,বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স,চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান।
আরও উপস্থিত ছিলেন,হারুন,তাপস,মনা,মুসা গাজী,রাকিব,আজগর,রেজওয়ান,ইমাম,জয়,রমজান, রাজিব,পলাশ প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।