মুহাম্মাদ ফরহাদ মোল্লা,খুলনা প্রতিনিধি || অদ্য বুধবার ০৩-০৫-২৩ বেলা ১১•৩০ ঘটিকায় রূপসা থানাধীন আইচগাতি সরকারি বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন রাস্তা পারাপারের সময় আইচগাতী গ্রামের জনৈক জাহাঙ্গার হোসেনের ভাড়াটিয়া ভ্যানচালক কবির হোসেনের ছেলে শামীম (০৩) সেনের বাজার থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ধাক্কায় গুরুত্বর আহত হয়।
পরবর্তী দ্রুত ভিকটিমের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারপূর্বক দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে।
ইজিবাইক চালক আফজাল হোসেন, পিতা- মৃত আকবার হোসেন রুপসা উপজেলাধীন দেয়াড়া গ্রামের জনৈক হাসানুজ্জামান মোল্লার ভাড়টিয়া। ইজিবাইকসহ চালক আফজাল হোসেন আইচগাতী পুলিশ ক্যাম্পে আটক আছেন।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নজরদারী অব্যহত আছে।
ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।