হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এলাকায় ৬ কৃষকের প্রায় সাড়ে ৪ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল রোববার (৭ মে) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেল ৪ টার দিকে দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফজলুর রহমানের জমির পানের বরজে আগুন ধরে। এ সময় একে একে ৬ কৃষকের পানের বরজে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৬ কৃষকের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
এঘটনায় ফজলুর রহমানের ১২ কাঠা, মিজার হোসেনের ১৪ কাঠা, রাজু হোসেনের ১৪ কাঠা, সুকুমার দাসের ১৫ কাঠা, স্মরিজৎ দাসের ১৫ কাঠা ও নিখিল দাসের ১৫ কাঠা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান,আনুমানিক বিকেল ৪ টার দিকে পানের বরজে আগুন লাগে। এসময় তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু আশেপাশে পানির সংকট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রচণ্ড খরতাপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় সাড়ে ৪ বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।