নিউজডেস্ক// চট্টগ্রামে প্রথম ওয়ানডের পর এবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ বেলা ৩টায় শুরু হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নতুনভাবে আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের।
টসে জিতে প্রথমে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের সবচেয়ে প্রিয়, বাংলাদেশের জন্য কঠিন ফরম্যাট টি-টোয়েন্টি। আফগানিস্তানও বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি। বাংলাদেশ নিজেদের শেষ ৮ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গত সোমবার। দুদলই ঢাকায় ফিরে গতকাল বুধবার অনুশীলন করেছে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নেই এই ফরম্যাটে। বিশ্বকাপের পর লিটন ও মুশফিককে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাদ দেওয়া হয়েছিল। তারাও ফিরেছেন। ইনজুরির কারণে ওই সিরিজে না থাকা সাকিবও আছেন এবার। সম্ভাব্য সেরা দলটাই পাচ্ছে স্বাগতিকরা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৫ ওভারে ১১০ রানে ৪ উইকেট হারিয়েছে।এর মধ্যে লিটন দাস ৩৬ বলে ৫১ রান আর আফিফ ১৮ বলে ২০ রানে মাঠে আছে।
উল্লেখ্য,৬ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতেছে মাত্র দুটিতে। মিরপুরে সিরিজ জিততে পারলে আফগানিস্তানকে টপকে র্যাংকিংয়ে আট নম্বরে উঠে যাবে বাংলাদেশ। ২-০ ব্যবধানে তে হারলে নয় থেকে ১০ নম্বরে নেমে যেতে হবে।বর্তমানে আফগানিস্তান ৮ ও বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।