খুলনার খবর ডেস্ক || বাজাজের ডিসকভার সিরিজের মোটরসাইকেল ভক্তদের জন্য সুখবর! শিগগিরই ১৫০ সিসির ডিসকভার মডেল আনছে ভারতীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন ডিসকভার ১৫০ সিসির মডেল হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত।
ডিসকভার ১৫০ মডেল আসছে অ্যাগ্রেসিভ ডিজাইনে। এতে থাকবে হাই-টেক ফিচার।ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডিসকভার নতুন মডেল আসবে বাজাজ ডিসকভার ১৫০ নামে। এর আগে বাজাজ ১২৫ সিসির ডিসকভার মডেল তৈরি করেছিল।
নতুন ডিসকভার ১৫০ মডেলে ১৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন থাকার কথা রয়েছে। এতে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম(ABS) প্রযুক্তি দিতে পারে বাজাজ। নতুন ডিসকভারের লাইটিং সিস্টেম হবে সম্পূর্ণ এলইডি। এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল থাকবে।আরো থাকছে ৫ স্পিড গিয়ারবক্স। এর ইঞ্জিনের কুলিং সিস্টেম হবে এয়ার কুলড। কার্বুরেটর ইঞ্জিনে বাইকটি বাজারে আসতে পারে এবছরেই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।