মেহেদি হাসান নয়ন,বাগেরহাট || ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে নিরাপদ আশ্রয়ে নোঙর করেছে নৌ বাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধজাহাজ। মোংলা বন্দরের সাত ও আট নম্বর জেটিতে শুক্রবার (১২ মে) রাতে জাহাজগুলো নোঙর করে।
নোঙর করা জাহাজগুলো হলো–নৌ বাহিনীর ‘বিএনএস বঙ্গবন্ধু’ ও ‘বিএনএস স্বাধীনতা’ এবং কোস্টগার্ডের ‘তাজউদ্দিন’ ও ‘সৈয়দ নজরুল’।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এসব জাহাজ বন্দরের জেটিতে নিরাপদে নোঙর করেছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় গন্তব্যে ফিরে যাবে।’
এ ছাড়া আরও কয়েকটি যুদ্ধজাহাজ মোংলার নৌঘাঁটি এবং কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) ঘাঁটিতে নিরাপদে নোঙরে আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।