খুলনার খবর || নানা রকম রসাল ও সুস্বাদু ফলের স্বাদ গ্রহণের মাস জ্যৈষ্ঠ শুরু হয়েছে আজ। আজ ১ জ্যৈষ্ঠ। ষঢ়ঋতুর বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস আসে হরেক রকম ফলের সমাহার নিয়ে। বিভিন্ন জাতের আম, জাম, লিচু, কাঁঠাল, গাব, জামরুল, তরমুজ, পিচফলসহ আরও কিছু রসাল ও সুস্বাদু ফল এ মাসে বাজারে পাওয়া যায়। সব মানুষেরই প্রিয় ও পছন্দের তালিকায় রয়েছে এসব ফল।
জ্যৈষ্ঠ এলে অনেকেই ফিরে যান দুরন্ত শৈশব ও কৈশোরে। অতীতের সেই রঙিন স্মৃতি হাতড়ে পুলকিত হন।
জ্যৈষ্ঠ মূলত মধু ফলের মাস,‘মধুমাস’ নয়। যদিও আমরা জ্যৈষ্ঠকে মধুমাস হিসেবেই জানি বা মনে করি। এ মাসকে মধুমাস বলে নিজস্ব একটি পরিচিতি তুলে ধরা হয়েছে বহুকাল আগে থেকে। যদিও আমরা জানি, মধু ফলের মধ্যে নয়, ফুলের মধ্যে থাকে। অভিধানে ‘মধুমাস’ চৈত্র হলেও বাঙালির মনে,মুখে,জিহ্বায় ও বিশ্বাসে জ্যৈষ্ঠই যেন ‘মধুমাস’।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।