খুলনার খবর || কারিগরিমুক্ত নার্সিং,ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান প্রদান এবং প্রফেশনাল বিসিএস প্রদানসহ ৬ দফা দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের যশোর জেলা শাখা। এক ঘন্টা ধরে চলা বিক্ষোভ ও মানববন্ধনে সংগঠনের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে কারিগরিমুক্ত নার্সিং ব্যবস্থা চালু, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান প্রদান, প্রফেশনাল বিসিএস প্রদান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি ও ইন্টার্ন ভাতা নিশ্চিত করার দাবি করেন।
তারা বলেন, সরকারি নার্সিংয়ে ছেলে কোটা ১০% থেকে ২০% এবং বেসরকারি নার্সিংয়ে ২০% থেকে ৩০% এ উন্নিত করে ছেলেদের জন্য আবাসিক হলের ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক দ্বিপ্রজিত দে, যুগ্ম সাধারণ সম্পাদক অর্ঘ্য রায়, অমি সাহা প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।