সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার কুমিরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩৫) ও জয়নগর গ্রামের মৃত মের আলীর ছেলে আবুল হোসেন।আহতরা হলেন, ইমন ইয়াছির শুকুর আলীসহ কমপক্ষে ১৫ জন।
পাটকেলঘাট থানার ওসি শেখ মাহমুদ জানান,শরীয়তপুর থেকে ধান কেটে বাড়িতে ফিরছিলেন তারা।এ সময় পিকআপটি সাতক্ষীরার কুমিরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে দুইজন মারা যান। বর্তমানে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।