পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোট থেকে গরু বহনকারী ট্রাকসহ এক গরু চোর আটক করা হয়েছে। যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের স্বজল মল্লিকের গোয়াল ঘর থেকে, সোমবার (১৫ মে) ভোর রাতে গরু চুরির সময় আব্দুল গনি মোল্লা (৪২) নামের এক গরুচোরসহ গরু বহনকারী ট্রাক আটক করেছে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ। ঐ সময় ৬ জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত আব্দুল গনি মোল্লার বাড়ি খুলনা জেলার রূপসা থানার জাবুসা গ্রামে। সে ওই গ্রামের আফজাল মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত গনি মোল্লা উক্ত গরু চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আটককৃত চোরকে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ।
কেশবপুর থানা পুলিশের এস,আই ও মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং অফিসার আবুল হোসেন সন্ধ্যা ৬:৫১ টায় জানান, আসামী সকালে খর্ণিয়া হাইওয়ে থানা থেকে আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
গরুর মালিক বসুন্তিয়া গ্রামের স্বজল মল্লিক জানান, ঘরের বাইরে থেকে চোরেরা সিকল দিয়ে রাখায় রাতে বাইরে আসতে না পারায় বিভিন্ন জনের কাছে ফোন করলে তারা ছুটে এসে সিকল খুলে দেয়। বাইরে এসে দেখি গোয়ালে গরু নেই। বিলের মধ্যে এক চোরসহ গরু খুঁজে পাই। গরু বহনকারী ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।গরুচোরসহ একটি ট্রাক খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ আটক করে নিয়ে যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।