অতনু চৌধুরী রাজু || বাগেরহাট–খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজয় ভট্টাচার্য্য (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে।আজ বুধবার (১৭ মে) সকালে কররী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় ভট্টাচার্য বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্য্যের ছেলে।কাটাখালী হাইওয়ে থানার এস আই মোঃ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগেরহাট আন্তঃজেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান,ঘটনার পরপর বাগেরহাট–খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে মালিক সমিতি ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার এস আই মোঃ হাসান জানান,অজয় ভট্টাচার্য্য বাড়ী থেকে সি এন্ড বি বাজারে আসার পথে অজ্ঞাত পরিচয়ের পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অজয় নিহত হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।