হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৭ মে)সকালে দুদকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, মহাপরিচালক মো. জাকির হোসেন,খুলনা বিভাগীয় পরিচালক মো. মনজুর মোর্শেদ ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী গণশুনানিতে সেবাগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি সরকারি, আধা-সরকারি অফিসের অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।অভিযুক্ত অফিসের কর্মকর্তারা আনিত অভিযোগের জবাব দেন। দুদকের কমিশনার দু’পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে আনিত অভিযোগ সমাধান করতে নির্দেশ দেন।
অনুষ্ঠানে ১১৩টি অভিযোগের মধ্যে ২৩টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে ২১টি অভিযোগের সমস্যার সমাধান ও দুটি আমলে নিয়ে তদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।