খুলনার খবর ডেস্ক || ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই মার্কেটে একাধিকত্ব বিস্তার করে রেখেছিল হিরো কোম্পানির একটি বাইক।সেটা হলো হিরো স্প্লেন্ডার। হিরো স্প্লেন্ডার ছিল বাজেট মূল্যের বাইকের রাজা। তবে এখন সেই জায়গায় প্রতিযোগিতায় এসেছে Bajaj CT 125X। ১২৫ সিসি সেগমেন্টে এই বাইক সাড়া ফেলেছে গোটা দেশজুড়ে।
এই বাইকটিতে একটি ১২৪.৪ সিসি ৪ স্ট্রোক ইঞ্জিন রয়েছে, কোম্পানি এটিতে তাদের DTS-i প্রযুক্তি ব্যবহার করেছে। ইঞ্জিনের শক্তি সম্পর্কে কথা বলতে গেলে, ইঞ্জিনটি ৮০০০ rpm-এ ১০.৯ PS শক্তি এবং ৫৫০০ rpm-এ ১১ Nm পিক টর্ক আউটপুট দিতে সক্ষম। এই বাইকটি ৫ স্পিড ট্রান্সমিশনসহ আনা হয়েছে।
Bajaj CT 125X সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে ডুয়াল স্প্রিং-লোডেড শক অ্যাবজর্বার সহ ফর্ক কভার গিয়ার রয়েছে। ব্রেকিং পিছনে একটি ড্রাম ব্রেক এবং CBS সহ একটি ড্রাম/ডিস্ক ব্রেক রয়েছে।ভারতে এই বাইকের শোরুম মূল্য ৭৫,২৭৭ টাকা।তবে খুব শিঘ্রই বাংলাদেশের বাজারে আসছে এই বাইক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।