মুহাম্মাদ ফরহাদ মোল্লা,খুলনা প্রতিনিধি || ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমান সভাপতি, দৈনিক জন্মভূমির রূপসা প্রতিনিধি খান আ. জব্বার শিবলী সাধারণ সম্পাদক ও দৈনিক রাজপথের দাবীর রূপসা প্রতিনিধি তৌহিদুল ইসলাম কচি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন । ২০ মে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল কাদের (আজকের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম (দৈনিক প্রবাহ), সাংগঠনিক সম্পাদক এমডি ওয়ালিদ (দৈনিক স্পন্দন), প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম (বিজনেস পোষ্ট), নির্বাহী সদস্য কৃষ্ণ গোপাল সেন (সময়ের খবর), সাইফুল ইসলাম বাবলু (সময়ের খবর) ও তরুণ চক্রবর্তী বিষ্ণু (আজকের তথ্য)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী,সদস্য হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মো.আনোয়ার হোসেন, শামসুজ্জামান শাহীন। নির্বাচন পরিচালনা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.আনিসুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।