আলী আজীম,মোংলা (বাগেরহাট)|| মোংলায় ঘের থেকে সোবাহান হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।
আজ রবিবার (২১ মে) দুপুরে ১২টায় সোনাইলতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমড়াতলার চাপড়া এলাকায় বাবুল হাওলাদারের ঘেরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। মৃত্যু আব্দুস সোবাহান হাওলাদার পৌর শহরের ৬নং ওয়ার্ডের নতুন কলোনী এলাকার বাসিন্দা।
মৃত সোবাহানের ছোট ছেলে মোঃ কামাল হোসেন বলেন, শহরে গাড়ির ভয়ে আমড়াতলা এলাকায় বড় ভাই মোঃ সেলিম হাওলাদারের বাড়িতে রেখেছিলাম বাবাকে। বাবা স্মৃতিশক্তি ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বাবা এদিক সেদিক চলে যেতেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।