সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।গতকাল বোরবার (২১মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,আকাশ হোসেন (১৭) সে সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের নজরুল ইসলামের ছেলে। নিহত অপরজন অংকুশ সরকার (১৭) সে পাটকেলঘাটা সদরের নিমাই সরকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ৮ টার দিকে মটরসাইকেলযোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলো। পতিমধ্যে বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মটরসাইকেলে চালক ও আরোহীসহ দুই জনই নিহত হয়। পরে ফায়ার সার্ভিস মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে।
পুলিশ ইতোমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।