প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া পৌরসভার অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মিজানুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রধান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মেদ খাঁন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ রাজঘাট শিল্পাঞ্চল শাখার সভাপতি ফারাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ মঈনুর জহুর মুকুল, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আ: সালাম শেখ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাবুল ফারাজী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিপুল শেখ, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা বেগম, রওশনারা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের যেন কোন ভাবেই অবমুল্যায়ন করা না হয় এবং কোন ভাবেই যেন কোন ভূয়া মুক্তিযোদ্ধা জাতির এই সম্মানের অধিকারী না হয়, এব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া ‘জয় বাংলা’ রাষ্ট্রীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি পাওয়ায় সকলকে এর সঠিক ব্যাবহারের প্রতি অনুরোধ জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।