পরেশ দেবনাথ,কেশবপুর (যশোর)//কেশবপুরে অসচ্ছল আট বীর মুক্তিযোদ্ধার জন্য আবাসন প্রধান অতিথি হিসেবে ‘বীর নিবাস’-এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাললে উপজেলার সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন হাওলাদারের জন্য বীর নিবাস-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান কামাল প্রমুখ ।
উপজেলার আট মুক্তিযোদ্ধা যাঁরা বীর নিবাস পাবেন তাঁরা হলেন, চিংড়া গ্রামের আব্দুল লতিফ, সাগরদাঁড়ি গ্রামের নিমাই দেবনাথ, ভরত ভায়না গ্রামের কালিপদ মন্ডল, মহাদেবপুর গ্রামের আবুল কাশেম, সুজাপুর গ্রামের মোবারক হোসেন হাওলাদার, হাড়িয়াঘোপ গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ, পাত্রপাড়া গ্রামের আবুল হোসেন সরকারের স্বী আশরাফুন্নাহার ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের প্রয়াত মমরেজ ফকির।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, উপজেলা প্রশাসন, কেশবপুর, যশোর-এর বাস্তবায়নে ৮ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য আবাসন “বীর নিবাস” প্রকল্পের মোট ব্যায় ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৯ শত ৪৪ টাকা। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।