খুলনার খবর || ঘর মোছার সময় পানিতে সামান্য লবণ দিলেই কাটবে অর্থাভাব? বাস্তুশাস্ত্রের এই নিয়ম জানলে চোখ কপালে উঠবে
বাস্তুর এমন অনেক নিয়ম আছে যা মানলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং অর্থ সংকট দূর হয়।বাস্তুশাস্ত্র কি? মানব সমাজের উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য বিষয় যেমন আবহাওয়া, তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের গতি ও অভিমুখ, রৌদ্রালোক, আদ্রতা, তেজস্ক্রিয়তা, সময়, মহাশূন্য এবং বাসস্তুস্থানের চর্চার অপর নাম বাস্তুশাস্ত্র। হিন্দু শাস্ত্রে এই মহাজাগতিক শক্তিপুঞ্জকে ‘মহাভূত’ আখ্যা দেওয়া হয়েছে।
বাস্তুমতে সংসারে অর্থের অনটান কাটাতে লবণের প্রচুর গুণাগুণ রয়েছে। জানলে অবাক হবেন যে লবণ দিয়ে ঘর মোছা বাস্তুমতে অত্যন্ত ভাল।
বাস্তু মতে দুপুর ১২ টার পরে ঘর মোছা একেবারেই অনুচিত এবং ঘর মোছার জলে সামান্য লবণ দিতে হবে। এ ছাড়া সন্ধের সময়তে লবণ দিয়ে ঘর মোছা যাবে না।
বাস্তু শাস্ত্র মতে লবণ সম্পদ বাড়াতে সাহায্য করে। লবণের জল দিয়ে ঘর মুছলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। এর পাশাপাশি বাড়ির সদস্যরা মানসিক শান্তি পায় এবং ঝামেলা থেকে মুক্তি পায়। ঘরে নুন জল দিয়ে মুছলে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়ে।
লবণ দিয়ে ঘর মুছতে বালতিতে জল ভরতে হবে তারপর এই জলে দুই-তিন টেবিল চামচ গুঁড়ো লবণ মিশিয়ে
লবণ দিয়ে ঘর মোছার সময়ে মনে রাখতে হবে যে জলে লবণ মেশানোর সময় কোনও বাইরের লোক যেন তা দেখতে না পায়। তাহলে অধিক উপকার পাওয়া যায়।এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।