মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি// মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে মাদ্রাসার শিক্ষার্থী মোঃ রামিম শেখ (১৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন।
গতকাল শুক্রবার (৪ মার্চ) রাত ৮ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রমিম শেখ উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে। সে স্থানীয় কওমী মাদরাসার ইয়াজদাহম শ্রেণিতে পড়াশুনা করত। তার দুই বন্ধু উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭)।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামিম শুক্রবার বিকেলে তার দুই সহপাঠী রাহুল ও অন্তরকে সঙ্গে করে মাদ্রাসা থেকে নিজেদের বাড়ি গিয়ে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাতে রঘুনাথপুর-নড়াইল আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় একটি ইজিবাইকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই গুরুত্বর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিমকে মৃত ঘোষনা করেন। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।