সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এস,এম আশিস মোমতাজ যোগদান করেছেন। (২৮ মে) সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান পূর্বক সোমবার বিদায়ী এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু’র কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ভূপালী সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২৫ মে-‘২৩ তারিখে এস,এম আশিস মোমতাজকে ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি)এসিল্যান্ড হিসেবে পদায়ন করা হয়।ওই একই পত্রে ডুমুরিয়ায় এসিল্যান্ড হিসেবে দায়ীত্বরত আফরোজ শাহীন খসরুকে পাইকগাছা উপজেলার সহকারি কমিশনার(ভূমি) হিসেবে বদলি করা হয়েছে।
আশিস মোমতাজ ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৭ এপ্রিল চাপাই নবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরীতে যোগদান করেন। তাঁর জন্মস্হান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।