খুলনার খবর || নারী-শিশুদের ন্যায্য অধিকার আদায়ের প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল।মঙ্গলবার (৩০ মে) দুপুরে নগরীর খালিশপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।
মেয়রপ্রার্থী আউয়াল বলেন, আমি বিজয়ী হলে খুলনা সিটি করপোরেশনের সব নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবো। নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে শুধু আইনের যথাযথ প্রয়োগই নয় বরং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী সমাজের নিরাপত্তা ও সম্মানসুরক্ষায় কঠোর আইন তৈরি হবে।
তিনি আরও বলেন,নারীদের জন্য পৃথক ‘লেডিস মার্কেট’, মহিলা বিশ্ববিদ্যালয়, মহিলা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। নারীসমাজের অবমাননা, সামাজিক অবক্ষয় ও এইডস প্রতিরোধে নগরীতে পতিতাবৃত্তি, ব্যভিচার, লিভ টুগেদার ও ইভটিজিং প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতি আমানুল্লাহ, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ-সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীবসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।