খুলনার খবর || বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ, কারাবন্দী সকল মজলুম আলেমের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।আজ শুক্রবার (৯ জুন) বাদ আসর বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা মহানগরের আয়োজনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দরা বলেন,আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ, কারাবন্দী সকল মজলুম আলেমের নিঃশর্ত মুক্তির দাবী জানাই। মামুনুল হক একজন বিখ্যাত ইসলামিক স্কলার ও রাজনীতিবিদ। তার বিরুদ্ধে সরকারের এক শ্রেনি ও প্রশাসনের এক শ্রেনির লোক মিথ্যা নাটক সাজিয়ে ২বছর যাবত কারাগারে বন্দি করে রেখেছে। কিন্তু এখন পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে কোন তথ্য প্রমান দিতে পারেনি। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ এই কর্মসূচি পালন করছি। অবিলম্বে আমরা মামুনুল হকসহ কারাবন্দী সকল মজলুম আলেমদের যাতে দ্রুত মুক্তি দেয়া হয়, এটাই আমাদের একমাত্র দাবি।
এরপর বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা মহানগরের নেতৃবৃন্দ নগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে মিছিল নিয়ে ফেরিঘাট এলাকায় যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে।
এ সময় মানুমুল হকের মুক্তির দাবি জানিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন।এবং কয়েকজনকে আটক করে।এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।