খুলনার খবর || ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলার তেরখাদা উপজেলা সভাপতি সাইফুল ইসলামকে সাদা পোশাকে কিছু ব্যক্তি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।গত শুক্রবার (৯ জুন) বিকেলে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে সংগঠনটির এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় সাইফুলের মা ও ভাই উপস্থিত ছিলেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি বলেন,গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খুলনার তেরখাদা হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে সাইফুল ইসলামকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী ৮/১০ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
এ সময় সাইফুলের বড় ভাই বায়োজিদ শেখ, স্থানীয় দোকানদার সাজ্জাদ, সাব্বির, মুন, কামাল, ইমদাদ, মাহমুদ, রাজু, শামীমসহ এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসময় স্থানীয়রা মাইক্রোবাসের সঙ্গে একটি বাইকে তেরখাদা থানার এস আই অনুপ কুমারকে শনাক্ত করতে সক্ষম হয়।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমরা তেরখাদা থানায় যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু জানে না বলে জানান। পরে আমরা এস আই অনুপ কুমারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা সাইফুলকে নিয়ে গেছে।
শুক্রবার সকাল ১০টায় সাইফুল ইসলামের মা এবং ভাই বায়জিদকে নিয়ে আমরা পুলিশ সুপারের কার্যালয়ে যাই। পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তারা জানান সাইফুল ইসলাম নামে কাউকে তারা গ্রেফতার করেননি। সম্মেলনে আরো বলা হয়, সাইফুলকে তুলে নেওয়ার পরবর্তী ৪৫/৫০ মিনিট তার মোবাইল খোলা ছিলো। পরে নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে তেরখাদা থানার ওসি মো. জহুরুল আলম বলেন, অনেকের কাছ থেকে অভিযোগটি শুনেছি। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না। এস আই অনুপ কুমারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।