শরিফুল ইসলাম,খুলনা || শুরু হয়েছে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। ফাঁকা হয়ে গেছে অধিকাংশ ভোটকেন্দ্র।
নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত গড়ে ১১ শতাংশ ভোট পড়েছে।
তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে ৩ ঘন্টায় ভোট পড়েছে ১০০ টি। তেমন কোনো ভোটার উপস্থিতি নেই।তবে বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে ভোটারের সংখ্যা।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ শতাংশ ভোট পড়েছে। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মহিলা কেন্দ্রে ১১টা পর্যন্ত ৭ দশমিক ২ শতাংশ এবং পুরুষ কেন্দ্রে ৯ শতাংশ ভোট পড়ছে বলে জানিয়েছেন দুই প্রিসাইডিং কর্মকর্তা।
এদিকে নির্বাচন উপলক্ষে খুলনা সিটিতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।ব্যবসা প্রতিস্ঠান স্কুল কলেজ সব বন্ধ ঘোষনা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।