খুলনার খবর || খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ভোটগ্রহণ শেষে চলছে গণনা। কোনো ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার।
এদিকে ভোটগ্রহণ শেষে নির্বাচনে প্রতিটি কেন্দ্রের মূল ফটক বন্ধ করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের সামনে ভোট গণনা চলছে।কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোট গ্রহন।সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়।
এবারের সিটি নির্বাচনে ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।