খুলনার খবর || ডুমুরিয়ায় পরীক্ষা দিতে এসে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার শলুয়া-রংপুর কালীবাঢী মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, রংপুর এলাকার অনুপতি বসাকের পুত্র সুরজিত বসাক (১৩) স্কুলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আসে। পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে ক্লাস রুমের ভেতর হঠাৎ গুরুতর অসুস্থ হয়। তাৎক্ষণিক উপস্থিত শিক্ষকরা এম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা যায় সুরজিত বসাকের আগে থেকেই শ্বাসকষ্টের রোগ ছিল। সুরজিত কালীবাঢী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ বল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।