শেখ নাসির উদ্দিন, খুলনা// এলপি গ্যাস, ভোজ্য তেল, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ আজ শনিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট খুলনার আহ্বায়ক এস এম শাহনেওয়াজ আলী, ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সিপিবি নারীসেল নেত্রী সুতপা বেদজ্ঞ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল খালেক, জাপা নেতা শাহ মোঃ লায়েক উল্লাহ, নিরাপদ সড়ক চাই ‘নিসচা’র মহানগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি খুলনার সভাপতি তোবারেক হোসেন তপু, বৃহত্তর খুলন উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দীন, নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুল মিনা, কবি সৈয়দ আলী হাকিম, টিইউসি নেতা এস এম চন্দন, ন্যাপ মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মিলন কান্তি মন্ডল, অ্যাড. মেহেদী ইনসার, কেএইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, দেশ বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা দেশ আহমেদ রাজু, অ্যাড. এফ এম মুস্তাকুজ্জামান মুক্তা, দীপক ভদ্র, যুব ইউনিয়নের মৌফারশের আলম লেনিন, বেবী বিশ্বাস, কাকলি আক্তার কণা, শারমিন আক্তার পিয়া,আসলাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় ব্যবসায়ীমহল চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, এলপি গ্যাস, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। সরকারের অসহায়তা মারাত্মকভাবে প্রকট। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।