খুলনার খবর || বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকের শুন্য পদে মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের পর ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় কো-অপটের পক্ষে হ্যা-না ভোটে ইউনিয়নের সদস্যদের ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন।
জানাগেছে,বাকেশি কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠিত গত ২৪-১১-২২ তারিখে দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বেগ কামরুজ্জামান নির্বাচিত হন। তিনি গত ১১-৪-২৩ তারিখে চাকুরী থেকে অবসরগ্রহণ করায় উত্ত সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়। পরবর্তিতে ইউনিয়নের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী সাধারণ সম্পাদক শুন্য পদে কো-অপট প্রসঙ্গে জরুরী সভার আহবান করেন ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি।
আজ ১৫ জুন, বৃহস্পতিবার বিকাল ৩টায় বাকেশি ক্যান্টিন মিলনায়তনে সিবিএ’র সভাপতি মো. শাহাজাহানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়নের সাধারণ সম্পাদক শুন্য পদে কো-অপটের পক্ষে হ্যা-না ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কো-অপটের পক্ষে হ্যা-না ভোটে ইউনিয়নের মোট ১৪৩জন সদস্যের ভোটের মাধ্যমে ৭২-৭১ ভোটে, হ্যা জয়লাভ করায় মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।