বাগেরহাট প্রতিনিধি || রামপালের ০৯ নং মল্লিকেরবেড় ইউনিয়ন বিট পুলিশের উদ্যেগে ইউনিয়নের জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক,গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪টায় বড় সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মল্লিকেরবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার সাব্বির আহমেদের সভাপতিত্বে তুষার কান্তি মৃধার সঞ্চালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ওসি এস.এম.আশরাফুল আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মুজিবুর রহমান,যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খালেক হাওলাদার,ব্যবসায়ী সাইফুল ইসলাম হাওলাদার,প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার পাল,ইমাম আমিন গাজী, ইউপি সদস্য সুমন হামলার,মতিয়ার রহমান খাঁন সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
ওসি রামপাল তার বক্তব্যে উল্লেখ করেন প্রতিটি ওয়ার্ডের মাদক ব্যবসায়ী, জুয়াড়ি,সরকারি সম্পত্তি বিনষ্টকারী,অপরাধীদের তালিকা করুন এবং আপনারাই সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন পুলিশ আপনাদের পাশে সব সময় আছে বন্ধুর মতো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।