খুলনার খবর || খুলনা র্যাবের অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল আইসক্রিম কারখানায় র্যাবের অভিযান মালিককে অর্থদণ্ড এবং বিপুল পরিমাণ ভেজাল খাদ্য ধ্বংস।এসময় র্যাব জানান, বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৯ জুন র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় নিউ ভিভো সুপার আইসক্রিম নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন এবং বিক্রয় করে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সমন্বেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্যের উৎপাদন এবং বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোঃ মাসুদ রানাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠান হতে বিভিন্ন ধরণের মোট ৫২০০ কেজি ভেজাল খাদ্য, রং ও কেমিক্যাল মিশ্রিত তরল ৩০ কেজি এবং আইসক্রিম এর গোলাকার কাপ ৩৫০০ পিস জব্দ করা হয়। জব্দকৃত অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্য তাৎক্ষণিক ধ্বংস করা হয়।জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।