পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সোমবার (১৯ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৭-৬ গোলে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন,উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব কাজী রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রশিদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, উপজেলা বিআরডিবি অফিসার সুজন চন্দ্র চন্দ,সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী,উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন বিশ্বাস প্রমূখ।
ফাইনাল খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণি রেফারি আতিয়ার রহমান। ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকর শেখ রেজাউল ইসলাম ও হাফিজুর রহমান। মাঠের চতুর্দিক ছিল দর্শনার্থীদের উপছে পড়া ভিড়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।