বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটে সামাজিক আচরন পরিবর্তন এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট ধানঁসিড়ি হোটেলের হলরুমে ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগীতায় আরআরএফ এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়্। কর্মশালায় বাগেরহাট সদর উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ১০ জন চেয়ারম্যান ও ১০ জন ইউপি সদস্য এ কর্মশালায় অংশ গ্রহন করে।
কর্মশালা পরিচালনা করেন আরআরএফ এর কো-অর্ডিনেটর নার্গিস আনিসা পিয়া। এ সময় বক্তব্য রাখেন ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুল রহমান পল্টন, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, বারই পাড়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, খান পুরইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, আরআরএফএর মনিটরিং অফিসার বৈশাখী আফরিন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।