সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য, বিশ্বাস প্রোপার্টিজের সিইও এবং মিডিয়া ব্যক্তিত্ব মোঃ আজগর বিশ্বাস তারা’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় উপস্থিত সভাপতিত্ব করেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লাহ। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় সভায় বক্তব্যদেন সমিতির সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জি, এস রফিকুল ইসলাম, সুব্রত কুমার ফৌজদার,অরুন দেবনাথ,সেলিম আবেদ, শেখ আব্দুস সালাম, জিএম ফিরোজ,গাজী মাসুম,জাহাঙ্গীর আলম মুকুল,গাজী আক্তারুজ্জামান লিটন ও গাজী নাসিম।
মতবিনিময় কালে আজগর বিশ্বাস তারা বলেন,তৃণমূল পর্যায়ে সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। সাংবাদিকরাই জাতির বিবেক সত্যিকারের একজন ত্যাগী,সৎ ও যোগ্য নেতাকে তাদের লেখনীর মাধ্যমে উচ্চ পর্যায়ে নিতে পারে। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রায়হান হাসান, জেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ও সাদ্দাম হোসেন মিঠু।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।