সাগর কুমার বাড়ই,খুলনা || খুলনা জেলায় কাঁচা মরিচের দাম বেড়ে কেজি প্রতি ৬ শত থেকে ৭ শত টাকায় বিক্রি হচ্ছে।যেমন মাত্র ১শত গ্রাম কাঁচা মরিচ কিনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।এক কেজি কাঁচা মরিচের দাম এখন ৬’শ থেকে ৭’শ টাকায় দাঁড়িয়েছে।
সারা দেশের মতো কাঁচা মরিচের দামের ছোঁয়া লেগেছে খুলনা জেলা সহ জেলার বিভিন্ন উপজেলার বাজার গুলোতে।জেলার সব এলাকাতেই কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দিয়েছে।ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার এই অনুষঙ্গের দাম।
২রা জুলাই রবিবার খুলনা জেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ৬’শ থেকে ৭’শ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ,সিন্ডিকেটের কারসাজি এবং বাজার মনিটরিং না করার কারণে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে।
খুলনার সাংবাদিক মো: মানছুর রহমান জাহিদ ও
পাইকগাছা উপজেলার সাংবাদিক মো: শফিয়ার রহমান, দাপাক উপজেলার সাংবাদিক মোকলেছুর রহমান,রূপসা উপজেলার সাংবাদিক কুরবান শেখ,তেরখাদা উপজেলার সাংবাদিক সাগর কুমার বাড়ই বিভিন্ন বাজার ঘুরে জানান, গতকাল শুনেছিলাম ৫’শ টাকা কেজি, আজ দেখি ৬’শ আর একটু ভালো হলে ৭শ” টাকা কেজি।
দেশের সাধারণ জনগণ মনে করেন এভাবে মরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লে সংসার চালানো হিমশিম খেতে হবে সাধারণ মানুষের।এ দিকে কাঁচা মরিচ বিক্রেতাদের দাবি,চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে।ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।