খুলনার খবর || খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ৫ সিটি কপোরেশনের মেয়র-কাউন্সিলররা শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে শপথবাক্য পাঠ করান।
এ সময় ৫ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
প্রসঙ্গত,আজ সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুরের নবনির্বাচিত সিটি মেয়রগণ শপথ নেন। এরপর বেলা ১২টায় শপথ নেন রাজশাহী সিটির নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।