খুলনার খবর || খুলনা নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবন থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তার নাম শামীমা আক্তার (২৭)।গতকাল মঙ্গলবার (০৪ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত নারীটি কয়রা উপজেলার মো: বাবুল আক্তারের মেয়ে শামীমা আক্তার।
কেএমপির হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবনে এক তরুণীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত তরুণীর শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক অবস্থায় নিহত তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহতের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
খুলনা মেট্রোপলিট পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো: তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারিংয়ের মাধ্যমে আমরা প্রাথমিক যে পরিচয়টা পেয়েছিলাম সেটি সঠিক ছিল না। পরবর্তীতে ফিঙ্গারিংয়ের মাধ্যমে তার আসল পরিচয় পাওয়া গেছে। মৃত নারীটি কয়রা উপজেলার মো: বাবুল আক্তারের মেয়ে শামীমা আক্তার।
তিনি বলেন, একই উপজেলার মদিনাবাদ এলাকার আ: রহিম মোল্লার ছেলে সাইদুর রহমানের সাথে শামীমার বিয়ে হয়। তারা খুলনার রায়েরমহল এলকার ডালিমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শামীমার লাশ উদ্ধারের আগের দিন রাতে তারা একসঙ্গে ঘুরতে বের হয়। পরবর্তীতে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। শামীমার স্বামী আটক হলে হত্যার রহস্য জানা যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।