মাগুরা প্রতিনিধি || মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতার আধিপত্য বিস্তারের জেরে ৬০ টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম তারেক ও সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকদের মধ্যে বরিশাট গ্রামে দফায় দফায় হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের অন্তত ৬০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, গরু-ছাগল, নারীদের শরীর থেকে গহনা, মোটর সাইকেল ইত্যাদি নিয়ে যায়।
এসময় খরব পেয়ে মাগুরার থেকে অতিরিক্ত পুলিশ, ডিবি ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।আহতরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকেরা বরিশাট গ্রামের জামিরুল ইসলাম, ছামিরুল ইসলাম, আমিরুল ইসলাম, জাকির মোল্যা, গোলাপ, মিলনসহ অন্তত ৩০ জনের বাড়িঘর, আসবাবপত্র ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা ও আসবাবপত্র, দুটি গরু ও তিনটি ছাগল নিয়ে যায়।
এর কিছুক্ষণের মধ্যেই কাজী তারেকের লোকজন একত্রিত হয়ে একই গ্রামের হারেজ মুন্সী, কোবাদ মুন্সী, রায়হান, আয়নাল, বিল্লাল, সোহেল, মিন্টুসহ অন্তত ৩০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।