প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি //যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ মার্চ রবিবার বিকাল ৪ টায় ভাটপাড়া বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে চান্দিনায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোল্যা আতিয়ার রহমানের কোরআন তেলাওয়াত ও আওয়ামী লীগ নেতা দিলীপ গোস্বামী’র গীতা পাঠের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেনের সঞ্চলনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌরসভার সাবেক সফল মেয়র অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান,উপজেলা আওয়ামীলীগনেতা আকরামুজ্জামান কুদ্দুস, আওয়ামীলীগনেতা শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিমউদদীন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা শহিদুল ইসলাম,কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ,শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিরউদ্দিন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফারুক হোসেন,যুগ্ম সম্পাদক আব্দুল গনি মোল্যা,সুবাস বিশ্বাস,শিক্ষাবিষয়ক সম্পাদক আমিনুর রহমান, নওয়াপাড়া পৌর সভাপতি কামরুজ্জামান মিলনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকবৃন্দ প্রমুখ।শেষে উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন সভাপতি ও সম্পাদকের হাতে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ফরম তুলে দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।